মাংস বিক্রিতে অভিনব প্রতারণা, অতঃপর...
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৯:১৬ পিএম

মাংস বিক্রিতে অভিনব প্রতারণা চলছে কক্সবাজার পৌর শহরে। প্রতিদিনই বাজার মনিটরিং কার্যক্রম জোরদার থাকার পরও ভেজাল, প্রতারণা, কারচুপি, মূল্যে হেরফের প্রতিরোধ করা যাচ্ছে না।
শনিবার ২২ মার্চ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কক্সবাজার জেলা অফিস পরিচালিত অভিযানে সয়াবিন তেল ও রং মিশ্রিত করে মাংসকে চকচকে ও লালচে দেখানোর কারণে ২ মাংস দোকানকে ৭০০০ টাকা, ১টা থ্রীপিসের ২ ধরণের দাম বলা ও দামে অসংগতি থাকার কারণে ১টি বস্ত্র বিতানকে ১০০০০ টাকা এবং নিষিদ্ধ ও লেবেলবিহীন কসমেটিকস বিক্রয়ের কারণে ১টি কসমেটিকস ফ্যাশনকে ৫০০০ টাকা, মূল্য তালিকা না থাকার কারণে ১টি মুদি দোকানকে ২০০০ টাকাসহ সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কক্সবাজার জেলার সহকারী পরিচালক হাসান আল মারুফ। প্রসিকিউশনে ছিলেন কক্সবাজার পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রহিম।
স্বদেশ প্রতিদিন/এনআর