মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
   
সাড়ে তিন একর এলাকা পুড়ে সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১০:৪৭ AM

দীর্ঘ সময় জ্বলার পর প্রায় নিয়ন্ত্রণে এসেছে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জে লাগা আগুন। তবে এরইমধ্যে সাড়ে তিন একর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে বলে বন বিভাগ সূত্রে খবর।  শনিবার সকাল সাতটায় সুন্দরবনে অগ্নিকাণ্ড ঘটে। আগুন যাতে আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে না পড়ে, সে জন্য চারপাশে ফায়ার লাইন কেটে ফেলা হয়েছে। ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যদের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তবে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে কিনা, তা নিশ্চিত নয়। কারণ মূল এলাকা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে নতুন করে ধোঁয়া দেখা যাচ্ছে।

এ ঘটনায় বন বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কীভাবে আগুন লেগেছে এবং এর প্রকৃত কারণ নির্ধারণ করতে কমিটি কাজ শুরু করবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। এদিকে আগুন লাগার পরপরই দ্রুত পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছিল।

এ ব্যাপারে বন বিভাগ জানায়, আগুনের বিস্তার ঠেকাতে আগেই ফায়ার লাইন কাটা হয়েছে। তবে পানি সংকটের কারণে আগুন নেভানোর কাজে দেরি হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝