প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৮:১৮ পিএম

বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন গার্মেন্টস শ্রমিকরা। ৫ দিন ধরে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সামনে অবস্থান করছেন তারা।
রবিবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বকেয়া বেতন ভাতার দাবিতে গার্মেন্টস শ্রমিকরা বিজয়নগরে শ্রম ভবনের কর্মকর্তাদের তালাবদ্ধ করে গেছেন। শ্রমিকরা বলছেন, ‘৩ মাস ধরে আমাদের বেতন পাই না।
শ্রম ভবন থেকে বলা হয়েছিল আমাদের আজকে বেতন দেব। কিন্তু আজকেও দেয়নি। আজকে তাদের জানাতে এলে তারাও সঠিকভাবে কিছু বলছেন না। তাই কর্মকর্তাদের তালাবদ্ধ করে রাখা হয়েছে।’
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাম প্রসাদ (৪০) নামের একজন শ্রমিক। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর জয়দেবপুরের স্টাইল ক্রাফট লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন তিনি।
কারখানাটির সেকশন ম্যানেজার আমির হোসেন জানান, গাজীপুরের ওই কারখানাটিতে দীর্ঘদিন ধরে চাকরি করেন রাম প্রসাদ সিং।
কারখানাটিতে ২০১৯ সালের পর থেকে বেতন ভাতা অনিয়মিত। কয়েক মাস পরপর এক মাসের বেতন পরিশোধ করে। সর্বশেষ গত ১৪ মাসের বেতন ভাতা বাকি। এই বেতন-ভাতা পরিশোধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন তারা। ৫ দিন ধরে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সামনে আড়াই শ শ্রমিক আন্দোলন করে আসছিলেন।
স্বদেশ প্রতিদিন/এনআর