প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১০:১২ পিএম

জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা নিয়ে কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ‘একটি পরিবর্তনের জন্য জনগণ রাজনৈতিক দলগুলোকে সমর্থন দিয়েছে বলেই স্বৈরাচার মাফিয়া বিদায় নিতে বাধ্য হয়েছে। এখন জনগণের ইস্যুগুলো নিয়ে কথা বলা উচিত আমাদের, এটাই রাজনীতি। আসুন, জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা নিয়ে কাজ করি।’
রবিবার (২৩ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের ফারস হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ একদলীয় বাকশাল প্রতিষ্ঠাসহ বিভিন্নভাবে দেশকে ধ্বংস করেছে। গত সাড়ে ১৫ বছরেও ফ্যাসিস্ট সরকার দেশের সাংবিধানিক সব কাঠামো ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচনী কাঠামো। এই কাঠামোগুলোর মেরামত না করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।’
তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশের সংস্কার প্রস্তাব সবার আগে দিয়েছে বিএনপি। দেশের সংকটকালে আমরা পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে ছিলাম। প্রথমে ২৭ দফা এবং পরবর্তীকালে ৩১ দফা রূপরেখা দিয়েছি।
সবই জনগণের জন্য। তাই আগামীতে আমাদের সব কর্মসূচি হবে জনবান্ধব।’
স্বদেশ প্রতিদিন/এনআর