প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৬:১০ AM আপডেট: ২৪.০৩.২০২৫ ৬:১৩ এএম

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদী সরকারের উপরে চাপ বাড়াল দেশটির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)।
রবিবার কর্নাটকের বেঙ্গালুরুতে আরএসএসের ‘অখিল ভারতীয় প্রতিনিধি সভা’র বৈঠক শেষ হয়েছে। তিন দিনের বৈঠক শেষে লিখিত বিবৃতি প্রকাশ করে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রকে সক্রিয় থাকতে বলা হয়।
অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠক হল সঙ্ঘের সর্বোচ্চ নীতি নির্ধারক বৈঠক। প্রতি বছর এই বৈঠকেই সঙ্ঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তগুলি পাশ করানো হয়। এ বারের বৈঠকে যে বাংলাদেশ নিয়ে প্রস্তাব পাশ করানো হবে, সে কথা আগেই জানা গিয়েছিল। কিন্তু কী প্রস্তাব পাশ করানো হয়েছে, তা রবিবারের লিখিত বিবৃতি সামনে আসার পর স্পষ্ট হয়েছে।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ‘সুস্পষ্ট রূপে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর বিষয়’ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সে দেশ থেকে একনাগাড়ে ভারতবিরোধী বক্তব্য আসছে বলে উল্লেখ করে সঙ্ঘের সতর্কবার্তা— এই পরিস্থিতি দু’দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিছু আন্তর্জাতিক শক্তি ভারতের প্রতিবেশী দেশগুলিতে অস্থিরতা তৈরি করে এক দেশকে আর এক দেশের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাইছে বলে লেখা হয়েছে বিবৃতিতে। তাৎপর্যপূর্ণ ভাবে সে প্রসঙ্গে ‘পাকিস্তান’ এবং ‘ডিপ স্টেট’-এর কথা উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে ভারত সরকারের প্রতি পরামর্শও রয়েছে। এখনও পর্যন্ত ভারত এ বিষয়ে যে সব পদক্ষেপ করেছে, আরএসএসের বিবৃতিতে তার প্রশংসা রয়েছে। কিন্তু তার পাশাপাশি লেখা হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা, গরিমা এবং স্বাভাবিক স্থিতি সুনিশ্চিত করার জন্য ওখানকার অন্তর্বর্তিকালীন সরকারের সঙ্গে ভারত যেন বার্তালাপ জারি রাখে এবং ‘একই সঙ্গে সব ধরনের প্রয়াস জারি রাখে।’
সূত্র: আনন্দবাজার
স্বদেশ প্রতিদিন/এনআর