প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ২:১৯ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে ১০৩ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি রাকিব হোসেনকে (২৮) হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
রাকিব হোসেন চিলমারী নৌকা ঘাট থেকে নৌকাযোগে ফুলোয়ারচর নৌকা ঘাট হয়ে রৌমারী উপজেলা মোড় সি এন জি স্ট্যান্ডে আসে।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান ও সংগীয়ফোর্সসহ পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ১১টায় রৌমারী উপজেলা মোড় সি এন জি স্ট্যান্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিব হোসেনকে ১০৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে।
রাকিব হোসেন নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলা নরুদ্দী বড়বাড়ী গ্রামের পিতা শহিদুল্লাহ ও মাতা সেতারা বেগম দম্পতির ছেলে বলে জানা যায়।
এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হবে। মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে।
স্বদেশ প্রতিদিন/এনআর