মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫
   
জেসিআই ঢাকা অ্যাস্ট্রালের ‘প্রজেক্ট: গ্রো হেলদি’ বাস্তবায়ন
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২০ পিএম
জেসিআই ঢাকা অ্যাস্ট্রাল গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরের ৮ সেপ্টেম্বর তার আরেকটি স্বাক্ষর প্রকল্প ‘গ্রো হেলদি’-এর ২য় ধাপ বাস্তবায়ন করেছে। 

জেসিআই জানায়, প্রকল্পটি গ্রামীণ এলাকা এবং সুবিধাবঞ্চিত শিশুদের এবং তাদের পরিবারের স্বাস্থ্য উন্নয়নের ওপর দৃষ্টি দেয়। চুয়াডাঙ্গার দর্শনায় একটি স্থানীয় সম্প্রদায়কে দত্তক নেওয়া হয়েছে। যেখানে ৩০০ টিরও বেশি পরিবার শিশুদের সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসাসেবা পেয়েছে। কারণ আমরা বিশ্বাস করি একটি সুস্থ প্রজন্ম একটি সুস্থ ভবিষ্যত গড়ে তুলতে পারে। 



জেসিআই আরো জানায়, প্রথম পর্যায়ে আমরা শুধু শিশুদের নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছি। কিন্তু সেই অভিজ্ঞতা থেকে আমরা লক্ষ্য করেছি যে, সুবিধাবঞ্চিত শিশুদেরও একটি স্বাস্থ্যকর পরিবারের প্রয়োজন যদি আমাদের শিশুদের স্বাস্থ্যকর করতে হয়। এই কারণে, আমরা এখন পুরো পরিবারের জন্য এটা বাস্তবায়ন করেছি।



প্রকল্পটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে দারিদ্র্যমুক্ত, সুস্বাস্থ্য ও সুস্থতা এবং বৈষম্য হ্রাস করা পূরণ করে। অ্যাপোলো হাসপাতাল কলকাতা প্রকল্প অংশীদার হিসাবে তাদের জনহিতকর সহায়তা বাড়িয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝