প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১৩ পিএম
ময়মনসিংহের ফুলপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় সাড়ে তিন শতাধিক দরিদ্র ও শ্রমজীবি মানুষ চোখের চিকিৎসা গ্রহণ করেছে।
ময়মনসিংহ বহুমুখী সাংবাদিক সমিতির সদস্য সাংবাদিক শাহ্ নাফিউল্লাহ সৈকত'র আয়োজনে বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ৪টা পর্যন্ত এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে মোট ৩শ ৬৩ জন চক্ষু রোগী চিকিৎসা গ্রহণ করে। এরমধ্যে ৭৬ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে এবং ৪৩ জন রোগীকে বিনা খরচে জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে ছানি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে। তাদের ছানি অপারেশনে ইন্ডিয়ান লেন্সসহ দুদিনের থাকা খাওয়া, ঔষধ, চশমা ও একমাসের ঔষধ একদম ফ্রী দিয়ে বাড়ি পাঠানো হবে। বাকী রোগীদের নানা চিকিৎসা প্রদান করা হয়। এতে খুশি সাধারণ মানুষ।
চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাজ্জাদুল হাসান। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, যুগান্তর'র সাংবাদিক নাজিম উদ্দিন, সংবাদ'র সাংবাদিক নুরুল আমিন, খোলা কাগজ'র সাংবাদিক এটিএম রবিউল করিম রবি, কালের কণ্ঠ'র সাংবাদিক মোস্তফা খান, ব্রহ্মপুত্র এক্সপ্রেস'র সাংবাদিক সুলতান মাহমুদ সম্রাট, বিশিষ্ট ব্যবসায়ী সামিউল আলম, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সহসভাপতি মাহমুদুল হাসান রাব্বি, সদস্য আশরাফুল আলম হৃদয়, স্কাউট গ্রুপের লিডার সুমিত সরকার উদয়, সিয়াম, তাহসিন প্রমুখ।
চিকিৎসা প্রদান করেন জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিশাদ বিন রেজা, ক্যাম্প অর্গানাইজার জাহাঙ্গীর আলম, টেকনোলজিষ্ট সুবর্ণা, লিজা আক্তার, মাহবুব, ও আবু হাসান সুজাত।