প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৭ পিএম
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির নির্বাচনি অফিসে আগুন দেয়ার অভিযোগ ওঠেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামের নির্বাচনি অফিসে এ আগুনের ঘটনা ঘটে।
রোববার (৩১ ডিসেম্বর) বেলা বারটায় গোদাগাড়ীর কুন্দলিয়া বাজারে প্রচার প্রাচরণার চালানোর সময় এ অভিযোগ করেন।
মাহি জানান, শনিবার দিবাগত রাতে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নেরর ভাগাইল নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভাঙচুর করেছে তার নির্বাচনী অফিস। মাহি আরও জানিয়েছেন, এ নিয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।
রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ জানিয়েছে, তারা ঘটনার সত্যতা পেয়েছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। তবে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত করে বলেননি মাহি।
উল্লেখ্য, গত কয়েকদিন থেকে মাহি তার প্রচারণায় সাধারণ মানুষের বেশে নৌকা সমর্থকদের বিরুদ্ধে হেনস্থা করার অভিযোগ তুলে আসছেন তিনি।
/এমএ/