প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ৫:০০ পিএম

আমরা অনেকেই বিকাশকে ব্র্যাক ব্যাংকের একটি প্রতিষ্ঠান হিসেবে জেনে থাকি বা আমরা অনেকেই মনে করি বিকাশের প্রতিষ্ঠাতা ব্র্যাক ব্যাংক।
আমাদের জানার মধ্যে ভুল রয়েছে। আমরা আজকে জানাবো কোন উদ্যোক্তার হাত ধরে বিকাশ প্রথম প্রতিষ্ঠিত হয়েছিলো এবং ব্র্যাকের মালিকানা কত?
বিকাশ একটি ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠান হলেও এর উদ্যোক্তা হচ্ছে কামাল কাদির। বাংলাদেশের প্রথম অনলাইন মার্কেটপ্লেস সেলবাজার এবং বাংলাদেশে প্রথম মোবাইলের আর্থিক সিস্টেম বিকাশের উদ্যোক্তা কামাল কাদির।
ই কমার্স নিয়ে যারা কাজ করেন, তারা কামাল কাদির ও ইকবাল কাদিরকে চেনেন। এরা দুজন সম্পর্কে ভাই।
বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে কামাল কাদির বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের কাছে যান। বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমান সব শুনে বললেন, আইডিয়া দারুণ। কিন্তু টাকার দায়িত্ব কে নেবে? মাঝখানে একটা ব্যাংক থাকতে হবে, যাতে গ্রাহকের টাকা হাওয়া না হয়। উনি সাথে সাথে প্রস্তাবটি লুফে নেন। তিনি ব্র্যাকের ফজলে হাসান আবেদকে জানালেন। এভাবে কোনো বিনিয়োগ ছাড়াই ব্র্যাক ব্যাংক বিকাশের ১০ শতাংশের মালিক হলো। বাকি ৯০ শতাংশ বিকাশের মালিকানার মধ্যে রয়েছে বিল গেটসের প্রতিষ্ঠান গেটস অ্যান্ড মিলিন্ডা ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন, জ্যাকমার আলিবাবার মালিকানাধীন এএন্টটি গ্রুপ, মানি ইন মোশন লিমিটেড, বিশ্বব্যাংকের আইএফসি ও সফট ব্যাংক।
এর মধ্যে সফট ব্যাংক হলো ভেঞ্চুরা ক্যাপিটালের সিস্টার কনসার্ন, ভেঞ্চুরা ক্যাপিটাল ইকর্মাসে বিনিয়োগকারীদের মধ্যে দুনিয়াতে ১ নম্বর।
আর্থিক অন্তর্ভুক্তিকে কার্যকর করতে দেশজুড়ে সবার জন্য সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী ডিজিটাল লেনদেন নিশ্চিত করায় এখন টাকা লেনদেনের সমার্থক শব্দ হয়ে গেছে ‘বিকাশ করা’। নিরবচ্ছিন্ন মোবাইল আর্থিক সেবা প্রদানের পাশাপাশি বিকাশ হয়ে উঠেছে মানুষের স্বপ্নপূরণের সহযোগী, একইসাথে ডিজিটাল বাংলাদেশ অভিযাত্রার সহযাত্রী।
/এমএ/