প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪৬ পিএম
যৌন নির্যাতনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদকে ৩ মাসের ছুটি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে রেজিস্ট্রারের দপ্তর থেকে বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল মনসুরের কাছে পাঠানো চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়, সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অধ্যাপক নাদিরকে ৩ মাসের ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া, পরবর্তী সিন্ডিকেট সভায় অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে ওঠা অভিযোগে তদন্ত কমিটি গঠনসহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে।
ছুটির চিঠি বিভাগে পৌঁছার পর নিজের কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের তা পড়ে শোনান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ৷ এরপর গত দুই দিন ধরে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা বিভাগ ত্যাগ করেন।
ছুটির চিঠিতে বলা হয়, “বিভাগের শিক্ষার্থীদের গতকাল রোববারের আবেদনের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আপনাকে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আজ থেকে তিন মাসের জন্য ছুটি দেওয়া হলো। আপনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের যথাযথ অনুসন্ধান ও তদন্ত করার জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
নম্বর কম দেওয়া নিয়ে স্নাতকোত্তরের একটি ব্যাচের বেশ কিছু শিক্ষার্থীর অভিযোগের মধ্যে অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন বিভাগের এক নারী শিক্ষার্থী। বিষয়টি নিয়ে গত শনিবার দুপুরে ওই শিক্ষার্থী প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন। সঙ্গে কিছু অডিও রেকর্ড ও মেসেজের স্ক্রিনশটও জমা দেন তিনি।
এর আগে, অধ্যাপক নাদির জুনাইদ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন।
/এম/