বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
   
কুমিল্লা সিটির উপনির্বাচন: প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থীরা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৪৯ পিএম

কুমিল্লা সিটির উপ-নির্বাচনে প্রতিক পাওয়ার পরই দিন রাত প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছে প্রার্থীরা। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাস প্রতিকের প্রার্থী তাহসিন বাহার সূচনা নগরীর রেইসকোস এলাকা থেকে গণসংযোগ শুরু করেন।

এসময় তিনি বলেন, আমার বাবা আ ক ম বাহাউদ্দিন বাহার এ এলাকার ৪ বারের সংসদ সদস্য। তিনি এ এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। আমিও বাবার সাথে সব এলাকায় বিচরন করেছি। সব এলাকার মানুষ আমার পরিচিত। আমি যেখানেই গনসংযোগে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি।

সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ঘোড়া প্রতিকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার সকাল সাড়ে ১০ টায় নগরীর সিডিপ্যাথ হসপিটাল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। পরে কান্দিরপাড়, রাজগঞ্জ ও চকবাজার এলাকায় গণসংযোগ করেন।

এসময় কায়সার বলেন, আমার প্রচারনায় মানুষের স্বতঃফূর্ত অংশ গ্রহনই বুঝা যাচ্ছে মানুষ পরিবর্তন চায়। বিগত সময়ে সিটির সাইনবোর্ড নামে শুধু পরিবর্তন হয়েছে। বিগত সময়ে যারা দায়িত্বে ছিলেন এবং ক্ষমতাশীনরা সিটিতে কাজ বেচা-বিক্রির হাট বসিয়েছেন, কোন উন্নয়ন করেননি।

অপর দিকে কুসিকের সাবেক মেয়র বহিষ্কৃত বিএনপি নেতা ঘড়ি প্রতিকের মনিরুল হক সাক্কু নগরীর রাজগঞ্জ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। পরে কান্দিরপাড়, চকবাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। 

তিনি বলেন, ভাল-খারাপ মানুষ বিবেচনা করবে। আমি মানুষের জন্য কাজ করলে, মানুষ আমাকে ভোট দিবে। না করলে দিবেনা। আমি চাই সুষ্ঠ নির্বাচন হোক, সুষ্ঠ নির্বাচনে যে মেয়র হোক আমার কোন আপত্তি থাকবে না। 

কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে আগামী ৯ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহনের ৪৮ ঘন্টা আগে শেষ হবে প্রচার-প্রচারণা।

/এমএ/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ