বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
   
স্ত্রীর হাত-পা বেঁধে প্রাণ আরএফএল বিক্রয় প্রতিনিধির ‘আত্মহত্যা’
টাংগাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:২০ পিএম আপডেট: ২৪.০২.২০২৪ ৪:৪৩ PM

টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় স্ত্রীর হাত-পা বেঁধে চোখের সামনেই সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন এক স্বামী। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে পৌরসভার খরাবর এলাকায় আলিম উদ্দিনের বাড়িতে ওই ঘটনা ঘটে।

‘আত্মহত্যাকারী’ ব্যক্তি হলেন আহাদ (২৮)। তিনি নাটোর জেলার লালপুল থানার যুগাদা ইশ্বরদী গ্রামের ইউনুছ আলীর ছেলে। পরিবার নিয়ে তিনি পৌরসভার খরাবর এলাকায় আলিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি প্রাণ আরএফএল এর উপজেলা বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন ।

জানা গেছে, আহাদ তার স্ত্রী লিমা খাতুনকে (২০) নিয়ে এক মাস ধরে ঘাটাইল পৌর এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন। তাদের দুই মাস বয়সি একটি ছেলে সন্তানও রয়েছে।

প্রতিবেশীদের ভাষ্য, তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এর জের ধরেই শুক্রবার সন্ধ্যায় আহাদ তাদের থাকার ঘরে দরজা দিয়ে স্ত্রী লিমা খাতুনের হাত-পা চেয়ারের সঙ্গে বেঁধে স্ত্রীর সামনেই সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা এসে শাবল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে আহাদকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, কী কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

/এমএ/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ