বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
   
বইমেলায় রনি অধিকারী’র ‘চোখের শিকল’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০৪ পিএম আপডেট: ২৪.০২.২০২৪ ৫:২২ PM

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪-এ প্রকাশিত হয়েছে কবি রনি অধিকারী’র তৃতীয় কাব্যগ্রন্থ ‘চোখের শিকল’। কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে বইমেলার মাত্রা প্রকাশনার ৪৬৬-৪৬৭ নম্বর স্টলে। এছাড়া লিটল ম্যাগাজিন চত্বরে ‘অনুভূতি’র ৪ নম্বর স্টলেও বইটি পাওয়া যাচ্ছে।

চারু পিন্টু’র প্রচ্ছদে মাত্রাপ্রকাশ থেকে প্রকাশিতর ‘চোখের শিকল’ কাব্যগ্রন্থটিতে মোট ৪০ টি কবিতা রয়েছে। কবিতায় উঠে এসেছে- মিথলজি, প্রেম-প্রকৃতি-নিসর্গ ও নারীর নৈঃশব্দ্য। তাছাড়া কবিতায় চিত্রকল্প, কাব্যময়তা, গল্প, চরিত্র, সময়, কল্পনাবোধ, জীবনবোধ বা দর্শন চমৎকারভাবে তুলে ধরতে চেষ্টা করেছেন লেখক। যা একজন পাঠককে কবিতার কাব্যরস আহরণের পাশাপাশি ভাবতে বাধ্য করবে।

তার কবিতাগুলো আধুনিক বা সমকালীন কবিতা হিসেবে দাবি রাখে। সমকালীন কবিতার শরীরে কাব্যালঙ্কার বা কাব্যরস থাকবে এটাই কবিতার অন্যতম শর্ত। যা একজন পাঠককে ভাবায় এবং রহস্যময় করে তোলে।

রনি অধিকারী একজন প্রথম দশকের তরুণ কবি। তিনি বর্তমানে স্বদেশ প্রতিদিন-এর সম্পাদনা সহকারী হিসেবে কর্মরত আছেন। 

/এমএ/



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ