বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
   
ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বরিশালে মানববন্ধন
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:১৫ পিএম আপডেট: ২৪.০২.২০২৪ ৫:২৪ PM

বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তাই ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে একাট্টা হয়ে মানববন্ধন করেছে নগরবাসী। 

বরিশাল নগরীর মধ্য দিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ১১ কিলোমিটার পথ রয়েছে। আর এ অংশের মধ্যেই রয়েছে জনবহুল এলাকা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, হাতেম আলী কলেজ চৌমাথা এবং রূপাতলী বাস টার্মিনাল। 

বিশেষ ভাবে পায়রা সেতু উদ্বোধনের পর থেকেই বরিশাল নগরীতে যানবাহনের চাপ দ্বিগুণের বেশি বেড়েছে। এ পয়েন্টগুলোতে দিনরাত যানজট লেগেই থাকে। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় শনিবার, ২৪ ফেব্রুয়ারি, দুপুরে নগরীর চৌমাথা এলাকায়  দুপুরে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সৈয়দ জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- মাইনুল ইসলাম বাপ্পী, রাব্বী, আব্দুর সালাম মিয়া প্রমুখ। বক্তারা 

নাগরিক নিরাপত্তা বৃদ্ধিতে অবিলম্বে হাতেম আলী কলেজ চৌমাথাসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার মো. ফজলুল করিম বলেন, পথচারীদের দুর্ঘটনার প্রধান কারণ নগরীতে কোথাও ফুটওভার ব্রিজ না থাকা। সিটি করপোরেশন ও সড়ক ও জনপথ অধিদপ্তরের সঙ্গে দ্রুত সমন্বয় করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

/এম আই/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ